ভ্রমণ জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, আজ আমরা ভ্রমন করব বাংলাদেশের বরিশালে অবস্থিত সাতলার শাপলা বিল।
সাতলার শাপলা বিল বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি বিল এবং দর্শনীয় স্থান। বরিশাল সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা গ্রাম। গ্রামের নামেই বিলের নাম—সাতলা বিল। তবে শাপলার রাজত্বের কারণে সেটি এখন শাপলা বিল নামেই বেশি পরিচিত প্রাকৃতিকভাবে গড়ে উঠা বিলটির আকার প্রায় ২০০ একর। বিলে তিন ধরনের শাপলা জন্মে—লাল, সাদা ও বেগুনি রঙের। তবে লাল শাপলাই বেশি। মনোমুগ্ধকর এ বিলের শাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্নস্থান থেকে ছুটে আসছেন ভ্রমন পিপাসু প্রকৃতি প্রেমিরা। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিলে শাপলা থাকে। শাপলার বিল শুধু সৌন্দর্য্য নয় বিল থেকে শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে ওইসব এলাকার অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করছেন। এখাকার বাসিন্দাদের অনেকেই এই বিলের শাপলার ওপর নির্ভরশীল। এদের কেউ শাপলা তুলে, কেউবা বিল থেকে মাছ শিকার করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন
কিভাবে যাবেনঃ বরিশাল সদর উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত সাতলার সাপলা গ্রাম,
ঢাকা-বরিশাল সড়কপথে আসার সময় উজিরপুরের নতুন হাট বাস্ট্যান্ড নেমে সেখান থেকে অটোরিক্সা করে যেতে পারবেন শাপলা বিলে। লঞ্চে যেতে চাইলে, ঢাকা থেকে হুলারহাট গামি লঞ্চে চড়ে নেমে পড়তে পারেন উজিরপুর লঞ্চ টার্মিনাল সেখান থেকে অটোরিক্সায় যেতে পারবেন শাপলা বিল। আর যদি ঢাকা থেকে বরিশাল গামী লঞ্চে চড়েন তাহলে বরিশাল নেমে, বরিশাল থেকে বাস যোগে সিকরাপুর বাসস্ট্যান্ড এসে সেখান থেকে অটোরিক্সা যোগে যেতে পারবেন সাতলার শাপলা বিল।
এছাড়া বরিশাল থেকে অটোরিক্সা নিয়ে সরাসরি চলে আসতে পারেন এই সাতলার সাপলা বিলে।
Facebook Twitter Pinterest Linkedin Reddit Tumblr Mix Wix Wordpress
সাত রং চা শাপলা বিল চা কন্যা কক্সবাজার মাধবপুর শুটকি মহাল
No comments:
Post a Comment