Wednesday, March 31, 2021

পেঁচার দ্বীপ ভ্রমণ, কক্সবাজার

পেঁচার দ্বীপ ভ্রমণ, কক্সবাজার 
Travel to Pechar Dwip, Cox's Bazar



যারা পাহাড় ভালবাসেন তাদের জন্য কক্সবাজারের খুব কাছেই রয়েছে এই পাহাড় এর স্বর্গরাজ্য পেঁচার দ্বীপ এই স্থানটিতে খুব বেশী জনসমাগম বা দোকান প্রসার না থাকায় ভ্রমণ পিপাসুদের নিকট খুব উপভোগ্য একটি স্থান কক্সবাজার থেকে এত অল্প সময়ে এই দৃষ্টিনন্দন পাহাড়ী পর্যটন এলাকা সত্যিই খুব চমৎকারকক্সবাজার সদর উপজেলা থেকে পেঁচার দ্বীপ এর দুরত্ব মাত্র ১৮ কিলোমিটার, রেজুখাল ব্রীজ থেকে এর দুরত্ব কিলোমিটার, ডলফিন মোড় থেকে পেঁচার দ্বীপ এর দুরত্ব ১৬ কিলোমিটার এবং হিমছড়ি থেকে পেঁচার দ্বীপ এর দুরত্ব কিলোমিটার কক্সবাজার থেকে পেঁচার দ্বীপ যেতে হবে মেরিন ড্রাইভ হয়ে তাই পেঁচার দ্বীপ যেতে বোনাস হিসেবে পেয়ে যাবেন মেরিন ড্রাইভ এর আকর্ষন কক্সবাজার থেকে পেঁচার দ্বীপ যেতে আরও যে সকল স্থান দেখতে পাবেন তা হল দড়িয়ানগর গুহা, দড়িয়ানগর প্যারাসেইলিং, হিমছড়ি পাহাড় ঝর্না এবং হিমছড়ি সমুদ্র সৈকত, রেজুখাল এবং রেজুখাল ব্রীজ

কিভাবে যাবেনঃ কক্সবাজার এর ডলফিন মোড় থেকে লোকাল সিনজি এবং ব্যাটারিচালিত অটোরিক্সা পাওয়া যায় রেজুখাল ব্রীজ পর্যন্ত ভাড়া ৪০ টাকা এছাড়া রিজার্ভ সিনজি এবং ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে যেতে পারেন এই পেঁচার দ্বীপ তাছাড়া ব্যক্তিগত গাড়ি মটরসাইকেল সহ সকল ধরনের যানবাহনে যাওয়া যায় এই পেঁচার দ্বীপ

কোথায় খাবেনঃ পেঁচার দ্বীপ খাবারের ভাল কোন ব্যবস্থা নেই তাই এর কাছাকাছি মেরিন ড্রাইভ রোডে বেশ কিছু ভালমানের খাবার হোটেল পেয়ে যাবেন তাছাড়া কক্সবাজার খুব বেশী দুরে না হওয়ায় কক্সবাজারে খেতে পারেন

কোথায় থাকবেনঃ পেঁচার দ্বীপ থাকার কোন ব্যবস্থা নেই তবে মেরিন ড্র্রাইভ রোডে রয়েছে বেশ কিছু ভাল হোটেল তাছাড়া কক্সবাজার তো আছেই


Facebook  Twitter  Pinterest  Linkedin  Reddit  Tumblr   Mix  Wix  Wordpress



 

1 comment:

খুরুশকুল - চৌফলদন্ডী সড়ক | কক্সবাজারের অদেখা সৌন্দর্য

কক্সবাজার শহর থেকে মাত্র আট কিলোমিটার উত্তরে অবস্থিত এই চৌফলদন্ডী সড়কটি। কক্সবাজার থেকে এখানে আসতে পারবেন সিএনজিম বাস বা রিক্সাযোগে সময় লাগ...