এশিয়ার
বৃহত্তম চা বাগান, সুরমা।
এই চা বাগান মাধবপুরে
অবস্থিত তথা এশিয়ার বৃহত্তম চা বাগান সুরমা
চা বাগান। এই চা বাগান
বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত। সুরমা চা বাগানের আয়তন
৪ হাজার একর। প্রতিদিন ২২০০ জন শ্রমিক এই
সুরমা চা বাগানে নিয়মিত
কাজ করছেন। ২০১৩ সালে এই বাগানের চা
উৎপাদন ছিল সর্বোচ্চ ৯ লাখ কেজি।
সুরমা চা বাগানটি ১৯০৫
সাল থেকে চা উৎপাদন শুরু
করে বর্তমান পর্যন্ত চা উৎপাদন করে
যাচ্ছে। দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা
হতো, একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালী’ নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম
জেলায় যা ‘হালদা ভ্যালী’ নামে পরিচিত ছিল।
Facebook Twitter Pinterest Linkedin Reddit Tumblr Mix Wix Wordpress
সাত রং চা শাপলা বিল চা কন্যা কক্সবাজার মাধবপুর শুটকি মহাল
No comments:
Post a Comment