Sunday, September 27, 2020

সুরমা চা বাগান, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট || এশিয়ার বৃহত্তম চা বাগান || সিলেটের চা বাগান

সুরমা চা বাগান, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট || এশিয়ার বৃহত্তম চা বাগান || সিলেটের চা বাগান
Surma Tea Garden, Madhabpur, Habiganj, Sylhet || The largest tea garden in Asia || Tea garden in Sylhet



এশিয়ার বৃহত্তম চা বাগান, সুরমা। এই চা বাগান মাধবপুরে অবস্থিত তথা এশিয়ার বৃহত্তম চা বাগান সুরমা চা বাগান। এই চা বাগান বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত। সুরমা চা বাগানের আয়তন হাজার একর। প্রতিদিন ২২০০ জন শ্রমিক এই সুরমা চা বাগানে নিয়মিত কাজ করছেন। ২০১৩ সালে এই বাগানের চা উৎপাদন ছিল সর্বোচ্চ লাখ কেজি। সুরমা চা বাগানটি ১৯০৫ সাল থেকে চা উৎপাদন শুরু করে বর্তমান পর্যন্ত চা উৎপাদন করে যাচ্ছে। দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো, একটি সিলেট জেলায় যাসুরমা ভ্যালীনামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম জেলায় যাহালদা ভ্যালীনামে পরিচিত ছিল।


Facebook  Twitter  Pinterest  Linkedin  Reddit  Tumblr   Mix  Wix  Wordpress


সাত রং চা শাপলা বিল  চা কন্যা কক্সবাজার  মাধবপুর শুটকি মহাল

No comments:

Post a Comment

খুরুশকুল - চৌফলদন্ডী সড়ক | কক্সবাজারের অদেখা সৌন্দর্য

কক্সবাজার শহর থেকে মাত্র আট কিলোমিটার উত্তরে অবস্থিত এই চৌফলদন্ডী সড়কটি। কক্সবাজার থেকে এখানে আসতে পারবেন সিএনজিম বাস বা রিক্সাযোগে সময় লাগ...