লস্করপুর চা বাগান | ডানকান ব্রাদার্স | সিলেটের চা বাগান || সিলেট ভ্রমণ
Luskerpore Tea Garden | Duncan Brothers | Tea Garden in Sylhet || Sylhet Tour
সবুজ সমারোহের সৌন্দর্যে ছেয়ে আছে সিলেটের নয়নাভিরাম চা বাগানগুলো। সিলেটের চা বাগানের সুনাম রয়েছে বাংলাদেশ এবং সারা বিশ্বজুড়ে। সিলেটের চা বাগান ভ্রমন যে কারোর জন্যই হবে মনে রাখার মতো সুন্দর অভিজ্ঞতা সম্পন্ন একটি ভ্রমণ। সিলেটের চা বাগানের নজরকাড়া সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে চলেছে। বাংলাদেশের যে কয়টি অঞ্চলে চা বাগান রয়েছে সিলেট তার মধ্যে অন্যতম। দেশের মোট চায়ের ৯০ শতাংশই উৎপন্ন হয় সিলেটে। বাংলাদেশে মোট ১৬৩টি চা বাগান রয়েছে যার মধ্যে ১৩৫টি রয়েছে সিলেট বিভাগে। এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুঁড়ির দেশও বলা হয়। আজ আমরা ভ্রমণ করব সিলেটের লস্করপুর চা বাগান এই বাগানটি ডানকান ব্রাদার্স দ্বারা পরিচালিত। এটি সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত একটি চা বাগান।
Facebook Twitter Pinterest Linkedin Reddit Tumblr Mix Wix Wordpress
ভাসমান বাজার শাপলা বিল চা কন্যা কক্সবাজার মাধবপুর শুটকি মহাল
No comments:
Post a Comment