মহেশখালী দ্বীপ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার একটি দ্বীপ। মহেশখালী দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ। মহেশখালী একটি উপজেলা এই উপজেলা মোট চারটি দ্বীপ নিয়ে গঠিত। মহেশখালী উপজেলার বৃহত্তর দ্বীপ মহেশখালী দ্বীপ বাকী তিনটি দ্বীপ হল সোনাদিয়া দ্বীপ, মাতারবাড়ী দ্বীপ ও ধলঘাটা দ্বীপ। ১৫৫৯ খ্রিস্টাব্দের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয় বলে ধারনা করা হয় এবং মহেশখালী দ্বীপ হিসেবে আত্মপ্রকাশ করে। এই মহেশখালী একটি দ্বীপ হলেও মাতামুহুরী নদীর উপর চকোরিয়া-বদরখালী সেতুর সাহায্যে এই মহেশখালীকে মুল ভুখন্ডের সাথে একত্র করা হয়েছে, ২০ আগস্ট ২০১৫ এই সেতুর উদ্বোধনের মাধ্যমে। মহেশখালী দ্বীপ লবন, পান, শুটকি মাছ, চিংড়ি, মুক্তা উৎপাদন এবং পর্যটন এর জন্য বিখ্যাত।
Facebook Twitter Pinterest Linkedin Reddit Tumblr Mix Wix Wordpress
মাধবপুর বরিশাল পেঁচার দ্বীপ শাপলা বিল চা কন্যা পেঁচার দ্বীপ
No comments:
Post a Comment