কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত। ১২০ কিঃমিঃ দৈর্ঘ্য বিশিষ্ট এ সমুদ্র সৈকতে বৈশিষ্ট হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদা অস্তিত্ব পাওয়া যায় না।
অবসর সময় কাটানোর জন্য কক্সবাজার সমুদ্র সৈকত একটি চমৎকার সৈকত। বিশেষত সূর্যাস্তের সময় বালুকাময় সমুদ্র সৈকত এর একটি বিশেষত্ব ফুটে উঠে। সূর্যাস্তের সময়, আপনি সহজেই প্রকৃতির সাথে হারিয়ে যাবেন! কক্সবাজারের সৈকতে সূর্যাস্ত দেখা একটি স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে আপনার জীবনে। কক্সবাজারে মূলত তিনটি বিচ পয়েন্ট রয়েছে যথাঃ লাবনী, সুগন্ধা ও কলাতলী সী বিচ।
Facebook Twitter Pinterest Linkedin Reddit Tumblr Mix Wix Wordpress
পেঁচার দ্বীপ বরিশাল শুটকি মহাল শাপলা বিল চা কন্যা ভাস্কর্য
No comments:
Post a Comment