Wednesday, October 7, 2020

মাধবপুর লেক এবং চা বাগান, কমলগঞ্জ, সিলেট || সিলেটের দর্শনীয় স্থান

মাধবপুর লেক সিলেটের মৌলভিবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মাধবপুর ইউনিয়নের পাত্রখলা চা বাগানে অবস্থিত একটি কৃত্রিম লেক। এই লেকে আসার পথে প্রথমেই আপনাকে মুগ্ধ করবে এই পাত্রখলা চা বাগানের ভেতর থেকে বয়ে চলা রাস্তাটি, রাস্তার দুই পাশের চা বাগানের দৃশ্য আপনার মনকে পুলকিত করে দেবে। চা বাগানের ভেতর থেকে বয়ে চলা এই সুন্দর রাস্তা ধরে সামনে গেলেই দেখা মিলবে নয়নাভিরাম এই মাধবপুর লেকের।


মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ ১৯৬৫ সালে বাগানের মধ্যস্থিত তিনটি টিলাকে বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর লেক। চা চাষের জন্য সারা বছর প্রচুর পানির প্রয়োজন হয় বলে পাবত্য অঞ্চলের এই বৃষ্টিবহুল এলাকাগুলোতেই চা চাষ করা হয়। কিন্তু এই পার্বত্য এলাকা ঢালু হওয়ায় পানি অধিক সময় আবস্থান করে না তাই বাগান কতৃপক্ষ পানির প্রয়োজনে এই লেকটি তৈরি করেন। এই লেকের আয়তন প্রায় ৫০ একর এবং দৈর্ঘ্যে ৩ কিলোমিটার; প্রস্থ স্থান বিশেষে ৫০ হতে ৩০০ মিটার।


Facebook  Twitter  Pinterest  Linkedin  Reddit  Tumblr   Mix  Wix  Wordpress


কক্সবাজার   ভাসমান বাজার  শাপলা বিল  চা কন্যা ভাস্কর্য সেন্টমার্টিন

No comments:

Post a Comment

খুরুশকুল - চৌফলদন্ডী সড়ক | কক্সবাজারের অদেখা সৌন্দর্য

কক্সবাজার শহর থেকে মাত্র আট কিলোমিটার উত্তরে অবস্থিত এই চৌফলদন্ডী সড়কটি। কক্সবাজার থেকে এখানে আসতে পারবেন সিএনজিম বাস বা রিক্সাযোগে সময় লাগ...