কক্সবাজার
ফিশারি ঘাট | কক্সবাজারের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র
Cox's Bazar Fishery Ghat | Largest Fish Landing Station
in Cox's Bazar
বঙ্গোপসাগর থেকে আহরিত মাছ বিক্রির পাইকারী বাজার কক্সবাজার ফিশারি ঘাট। এই ফিশারি ঘাটে প্রতিদিন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ক্রয়-বিক্রয় হয়। কক্সবাজার শহরে বিমানবন্দরের পাশে বাকখালী নদীর তীরে এই ফিশারি ঘাটের অবস্থান। এই ফিশারি ঘাট টি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন দ্বারা পরিচালিত। সকালে সূর্য ওঠার আগেই মাছ বেচা কেনা শুরু হয় এই ফিশারি ঘাটে। সারারাত জেলারা সাগরে মাছ ধরে খুব সকালে সেই মাছ নিয়ে আসে এই ফিশারি ঘাটে বিক্রির জন্য। ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাছ বেচাকেনা চলে এই কক্সবাজার ফিশারি ঘাট।
Facebook Twitter Pinterest Linkedin Reddit Tumblr Mix Wix Wordpress
ভাসমান বাজার শাপলা বিল চা কন্যা কক্সবাজার মাধবপুর শুটকি মহাল
No comments:
Post a Comment