সেন্টমার্টিন দ্বীপে সূর্যাস্ত | সেন্টমার্টিন ভ্রমণ
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এই
সেস্টমার্টিন এর আয়তন আট বর্গ কিলোমিটার। সেন্টমার্টিন দ্বীপ এর অবস্থান টেকনাফ উপজেলা
থেকে আটত্রিশ কিলোমিটার দক্ষীনে বঙ্গোপসাগর এর ভিতরে। এই সেন্টমার্টিন এর দৈঘ্য চার
কিলোমিটার এবং প্রস্থ দুই কিলোমিটার। এই দ্বীপটির আর একটি নাম নারিকেল জিঞ্জিরা। প্রচুর
পরিমান নারিকেল গাছ থাকার কারনেই এই সেন্টমার্টিন দ্বীপ এর নামকরণ হয় নারিকেল জিঞ্জিরা,
এই দ্বীপটি দ্বারুচিনির দ্বীপ নামেও পরিচিত রয়েছে।
Facebook Twitter Pinterest Linkedin Reddit Tumblr Mix Wix Wordpress
ভাসমান বাজার শাপলা বিল চা কন্যা কক্সবাজার মাধবপুর শুটকি মহাল
No comments:
Post a Comment