সবুজ সমারোহের সৌন্দর্যে ছেয়ে আছে সিলেটের নয়নাভিরাম
চা বাগানগুলো। সিলেটের চা
বাগানের সুনাম রয়েছে বাংলাদেশ এবং সারা বিশ্বজুড়ে।
সিলেটের চা বাগান ভ্রমন যে কারোর জন্যই হবে মনে রাখার মতো সুন্দর অভিজ্ঞতা সম্পন্ন একটি
ভ্রমণ। সিলেটের
চা বাগানের নজরকাড়া সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে চলেছে। বাংলাদেশের
যে কয়টি অঞ্চলে চা
বাগান রয়েছে সিলেট তার মধ্যে অন্যতম।
দেশের মোট চায়ের ৯০ শতাংশই উৎপন্ন হয় সিলেটে। বাংলাদেশে মোট ১৬৩টি চা বাগান রয়েছে
যার মধ্যে ১৩৫টি রয়েছে সিলেট বিভাগে। এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুঁড়ির দেশও বলা
হয়। আজ আমরা ভ্রমণ করব সিলেটের লস্করপুর চা বাগান এই বাগানটি ডানকান ব্রাদার্সদ্বারা পরিচালিত। এটি সিলেটের
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত একটি চা বাগান।
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমণ | মহেশখালীর দর্শনীয় স্থান | কক্সবাজার ভ্রমণ
Travel to Moheskhali, The Only Hilly Island in Bangladesh | Visiting Place in Moheskhali| Travel to Cox's Bazar
মহেশখালী দ্বীপ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার একটি দ্বীপ।
মহেশখালী দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ। মহেশখালী একটি
উপজেলা এই উপজেলা মোট চারটি দ্বীপ নিয়ে গঠিত। মহেশখালী উপজেলার বৃহত্তর
দ্বীপ মহেশখালী দ্বীপ বাকী তিনটি দ্বীপ হল সোনাদিয়া দ্বীপ, মাতারবাড়ী
দ্বীপ ও ধলঘাটা দ্বীপ। ১৫৫৯ খ্রিস্টাব্দের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে
মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয় বলে ধারনা করা হয়
এবং মহেশখালী দ্বীপ হিসেবে আত্মপ্রকাশ করে। এই মহেশখালী একটি দ্বীপ হলেও
মাতামুহুরী নদীর উপর চকোরিয়া-বদরখালী সেতুর সাহায্যে এই মহেশখালীকে মুল
ভুখন্ডের সাথে একত্র করা হয়েছে, ২০ আগস্ট ২০১৫ এই সেতুর উদ্বোধনের মাধ্যমে।
মহেশখালী দ্বীপ লবন, পান, শুটকি মাছ, চিংড়ি, মুক্তা উৎপাদন এবং পর্যটন এর
জন্য বিখ্যাত।